ঠাকুরগাঁও, ২০২৫:
রংপুর বিভাগে ২০২৫ সালের জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক জনাব ইসরাত ফারজানা। উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়েছে।
এই অর্জনে ঠাকুরগাঁও জেলাবাসী গর্বিত ও আনন্দিত। জেলা প্রশাসকের এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন তাঁকে অভিনন্দন জানাচ্ছে।
দৈনিক আলোর কণ্ঠ পরিবারের পক্ষ থেকেও জনাব ইসরাত ফারজানাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
তাঁর এই অর্জন ভবিষ্যত প্রশাসনিক কার্যক্রমে অন্য জেলা প্রশাসকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
