পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লি: ১৪ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর সহযোগিতায় সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতির আয়োজনে অফিস হলরুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুমারজান বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা সমবার অফিসার রেজাউল করিম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই,পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডল সহ আরো অনেকে।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন সদস্যদের মাঝে তুলে ধরা হয় এবং আগামী অর্থবছরের বার্ষিক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে কিছু সদস্য তাদের পারিবারিক ও আর্থিক পরিবর্তনের সফলতার গল্প তুলে ধরেন।
সভায় সু-প্রতিবেশী পীরগঞ্জ মহিলা সমবায় সমিতি লিঃ এর প্রায় ৪০০ সদস্য উপস্থিত ছিলেন।

