
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর হাজীপাড়া “ইত্তেহাদুল উম্মাহ একাডেমি”র উদ্যোগে সোমবার বাদ মাগরিবের পরে এক বিশেষ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে দেশবরেণ্য আলেম, চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুফতি সালমান আহমদ, চেয়ারম্যান, দ্বীনিয়াত বাংলাদেশ , তিনি বলেন,
এই দেশে ৯১% মুসলমান সংখ্যাগরিষ্ঠ থাকলেও ইসলামী শিক্ষা দিকে ধাবমান খুব নগণ্য সংখ্যক। যা শিক্ষা শুমারিতে সর্বোচ্চ 7% গনিত হয়। কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন না করলে, ধর্ম পালন ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে, তাই আমাদের সকলকে ইত্তেহাদুল উম্মাহ একাডেমী ধর্ম শিক্ষার যেই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তাকে মূল্যায়ন করে নিজের জিবন আল্লাহ পদে ধাবিত করা উচিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও দাঈ মুফতি মনোয়ার হোসেন, কুরআনের শিক্ষা সামাজিক রাষ্ট্র ও পারিবারিক জীবনে সর্ব রকমের পদস্খলন থেকে মুক্তির জন্য অপরিহার্য। যেহেতু জেনারেল শিক্ষিত ছাত্র, শিক্ষক, পেশাজীবী মানুষদের দ্বীন শেখার মৌলিক কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং গতানুগতিক ধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন শিখতে যাওয়া তাদের জন্য কঠিন ব্যাপার। তাই ইত্তেহাদুল উম্মাহ একাডেমী সর্বশ্রেণীর মানুষের জন্য একটি উন্মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এসে কোরআন শিক্ষা করতে পারবেন সবাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), পরিচালক, দারুস সুন্নাহ হাফেজিয়া কওমিয়া মাদরাসা, বীরগঞ্জ, দিনাজপুর।
উক্ত প্রতিষ্ঠানের পরিচালক বলেন,
এ অঞ্চলের কোরআন প্রেমী বহু মানুষ কোরআন শিখতে আগ্রহী যা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনুধাবন করতে হয়েছে । সেই চাহিদাকে লক্ষ্য করে আমরা কুরআন শিক্ষার একটি অনন্য মাধ্যম প্রতিষ্ঠা চালু করেছি । আমরা আশা করছি এই অঞ্চলের সর্বজনীন মানুষ এই প্রতিষ্ঠানটিকে বিশ্বস্ততার সাথে নিজের কোরআন শিক্ষার একটি অনন্য মাধ্যম হিসেবে গ্রহণ করে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন।
সর্বাত্মক ব্যবস্থাপনায় রয়েছে ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও, যা একটি শিক্ষা, গবেষণা ও সেবামূলক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সমাজে মানবিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
