
পীরগঞ্জে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের ব্যাংক মুখি করার উদ্দেশ্যে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যমুনা ব্যাংক পীরগঞ্জ উপ- শাখার আয়োজনে গ্রাহক সেবা পক্ষ আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় ব্যাংক চত্তরে এই উৎসব হয়। পীরগঞ্জ যমুনা ব্যাংক উপ-শাখার ম্যানেজার আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সভাপতি আবু সাদিক পলাশ, সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আহেদুল ইসলাম, ব্যাংক অফিসার সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক বিষ্ণুপদ রায়, শিক্ষার্থী সাদিয়া সহ আরো অনেকে। পড়ে শিক্ষার্থীদের মিনা কাটুন ভিডিও ফ্ল্যাটের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকে একাউন্ট করার উদ্বুদ্ধ করা হয়। এসময় ব্যাংকে গ্রাহক, কর্মচারীবৃন্দ,শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।