
বিপ্লব তালুকদার :নাটোর জেলা প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের আমূল কাঠামো ধ্বংস করে দিয়েছে। তারা প্রশাসনিক থেকে জুডিশিয়ারি সকল ক্ষেত্রে ফ্যাসিস্টতন্ত্র কায়েম করেছে। এ ফ্যাসিস্ট তন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুলু আশা প্রকাশ করে বলেন, আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে আওয়ামী ফ্যাসিস্ট তন্ত্র থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তিনি আজ দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন। সমাবেশে দুলু বলেন ক্ষমতায় গেলে মহিলাদের কিভাবে সম্মান ও তাদের মূল্যায়ন করা যায় তারেক রহমান সাহেব ৩১ দফার মধ্যে তা সবিস্তর উল্লেখ করেছেন। সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।