
পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়া উপজেলা শিলমারিয়া ইউনিয়নের দেশীয় মাছ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শিলমারিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক শতাধিক বিভিন্ন ধরণের অবৈধ জাল জব্দ করেন পুঠিয়া উপজেলার সরকারী কমিশনার (ভূমি)শিবু দাস। মোবাইল কোর্ট পরিচালনা চলাকালীন সময় স্থানীয়রা জানান, কিছু অসৎ ব্যক্তির জন্য খাল বিলের দেশি মাছ হারাতে বসেছে। যদিও বা অনেক সময় বাজার ঘাটে কিছু মাছ পাওয়া যায়। অধিক দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষগুলো কিনে খেতে পারে না। তবে এই প্রথম আমাদের ইউনিয়নে এ ধরনের ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করাই আমরা সহকারী ভূমি অফিসার এবং মৎস্য অফিসারকে সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে স্যারদের অবগতর জন্য জানাতে চাই আমাদের এই এলাকায় এ ধরনের অভিযান যেন মাঝেমধ্যে পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম বলেন, এ বছরে পুঠিয়া উপজেলা বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় খাল বিলের পানি ভরপুর থাকায় দেশি মাছের সমারোহ বেড়েছে। দেশীয় মাছ ধ্বংসকারী অবৈধ জাল যেমন চায়না জুয়ারী, কারেন্ট জাল, খরা জল, নেশাল জাল এছাড়াও অবৈধ যে সকল জাল আছে আমরা তা জব্দ করেছি। বেলা একটার দিকে শিলমারিয়া ইউনিয়ন এলাকায় উপজেলা সহকারী (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে এবং আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )শিবু দাস বলেন, চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে মৎস্য প্রজাতি এবং জলজ জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জালে আটকা পড়া বিভিন্ন মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণীগুলো বিল ও খালে অবমুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র এই জাল স্থাপনের কারণে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি করে, যার ফলে দেখা দেয় জলাবদ্ধতা। আটককৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।