
পুঠিয়া প্রতিনিধিঃ মিজানুর রহমান (মিজান) রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় রাতের আঁধারে এবার দুইটি কলা বাগান ও একটি দোকান ভাঙচুর করলো দুর্বৃত্তরা । কলা বাগান দুইটি আতাহার আলী ও আরশাফ আলীর এছাড়াও ক্ষতিগ্রস্ত চা দোকানি ভানু ডন এই তিনজন একই গ্রামে বাসিন্দা। ১৩ সেপ্টেম্বর অনুমান রাত ১১ টার সময় পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, গত ২৬ আগস্ট এ আমাদের একই এলাকার একজন কৃষকের ৬০০থেকে ৭০০ কলা গাছ কাটে দুর্বৃত্তরা। আমরা ধারণা করছি এরই ধারাবাহিকতায় এবার আতাহার আলী ও আরশাফ আলী জমির কলাবাগানের গাছগুলো কাটা হয়েছে। এছাড়াও এলাকায় ভানু ডন নামে পরিচিত একজন ক্ষুদ্র চায়ের দোকানে ভাঙচুর করা হয়েছে। আমাদের এলাকায় এখন বড় আতঙ্ক বিরাজ করছে। তাই আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। ক্ষতিগ্রস্ত কৃষক আতাহার আলী বলেন, আমি সকালে এলাকাবাসীর মুখ থেকে শুনতে পাই কোন এক অজ্ঞত ব্যাক্তি রাতের আঁধারে আমার কলাবাগানের প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে। আমি খুব দ্রুত জমিতে এসে দেখি আমার কলাবাগানের প্রায় শতাধিক কলাগাছ কাটা হয়েছে। গতকালকে আমি আমার কলাবাগান পরিচর্যার জন্য লেবার দিয়ে জমির কাজ করালাম। আর আজকে সকালে এসে দেখছি আমার বাগানে প্রায় শতাধিক কলাগাছ কাটা হয়েছে। আমার সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক খারাপ নেই। যে কাউকে আমি সন্দেহ করবো। তবে আমি আমার ক্ষতি হয়েছে এ বিষয়ে থানায় একটি অভিযোগে আর করব। পুকুরের কিনারা দিয়ে লাগানো কলাসহ একাধিক গাছ কাটায় আরশাফ আলী একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ক্ষুদ্র চা দোকানি ভানু ডন বলেন, প্রতিদিনের মতো আমি আজকেও সকালে দোকানের জিনিস-পত্র নিয়ে বাড়ি থেকে আসার পরে দেখি আমার দোকানের আঁকা ভাঙ্গা সেই সাথে চেয়ার টেবিল বাইরে পানির মধ্যে পড়ে আছে। আমি হাউমাউ করে কেঁদে উঠি। পরে আমার দোকানের মালামালগুলো বাসায় রেখে এসে। একজনকে ডেকে এনে বাকিতে ৩০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আকাটি ঠিক করে নিয়েছি। এর আগেও আমার এই দোকানে হামলা হয়েছে। এবারে আমার পাশাপাশি আশরাফ আলীর পুকুরের ধারে লাগানো কলা গাছগুলোতে কলা ধরেছে দুর্বৃত্তরা সেই কলা গাছ গুলো কেটে চলে গেছে। যারা এ সকল অপকর্ম করে এলাকাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে থানা পুলিশ যেন বিষয়টি আমলে নিয়ে এর সঠিক বিচার ও ব্যবস্থা গ্রহণ করে, আমি এই দাবি জানাই। এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন,কারো জমির কলা গাছ কাটা ও পুকুরের ধারের কলাসহ গাছ কাটা এছাড়াও দোকান ভাঙচুরের বিষয় থানায় কোন অভিযোগ আসেনি। এবিষয়ে অভিযোগ আসলে তদন্ত শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।